Skip to main content

চাঁপাইনবাবগঞ্জ ডিপিওডি

বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় কর্মরত প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ওপিডি)

Skip Menu

স্বপ্ন (ভিশন)

চাঁপাইনবাবগঞ্জ ডিজএ্যবল্ড পিপলস্ অরর্গানাইজেশন এর সকল প্রতিবন্ধী ব্যক্তিরাই স্ব-উদ্যোগ কর্ম কান্ডের মাধ্যমে আত্নমর্যাদা, বাধা, বৈষম্যমুক্ত পরিবার, সমাজ ও রাষ্ট্রে স্বাধীনতা ও স্বাধীন ভাবে সমঅবদানকারী নাগরিক হিসেবে স্বীকৃত।


লক্ষ্য (মিশন)

জেলার সকল প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক সমৃদ্ধি, অধিকার, মর্যাদা ও স্বাধীনতা সহ তাদের কর্মক্ষমতা মানসন্মত পর্যায়ে অর্জনের প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা প্রদর্শন পূর্বক উহা কার্যকর ও নিরাপদই হচ্ছে লক্ষ।

এসডিজি অর্জন

যে সকল টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে কাজ করছি:

লক্ষ্য ১: দারিদ্র বিমোচন
লক্ষ্য ৩: সুস্বাস্থ্য ও কল্যাণ
লক্ষ্য ৪: মানসম্মত শিক্ষা
লক্ষ্য ৫: নারীপুরুষের সমতা
লক্ষ্য ৮: যথোপযুক্ত কর্ম
লক্ষ্য ১০: বৈষম্য হ্রাস

গুরুত্বপূর্ণ তথ্যসূত্র

অন্তর্ভূক্তিমূলক আন্দোলন

জাতীয় আইন ও নীতিমালা

টেকসই উন্নয়ন লক্ষ্য

প্রতিবন্ধিতা:

প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ডিপিও)

অনলাইনে শেখা

তথ্যসমূহ